চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মো: খালেক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।
বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন মো: মঞ্জুরুল আলম মঞ্জু (৩৮) ও সাজ্জাদ (৩৬) নামে আরো দুই আরোহী। আহতরা যথাক্রমে চিকনদণ্ডী ইউনিয়নের মধু চৌধুরী বাড়ির রুহুল আমিন চৌধুরী ও বাচ্চু চেয়ারম্যান বাড়ির মৃত সাংবাদিক আখতার সোলায়মানের ছেলে।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, আরোহীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র দ্রুতগামী একটি প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলের পেছনে বসা দুই আরোহী কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে যায়। এতে নিহত হন খালেক ও গুরুতর আহত হন মঞ্জু। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
Leave a Reply