বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হওয়ায় রক্ষক আজ ভক্ষকে পরিনত হয়ে। বর্তমান প্রশ্নবিদ্ধ সংসদের অধিকাংশ এমপি-মন্ত্রী চুরি-ডাকাতি, দুর্নীতি-লুটপাট ও মানবপাচারে জড়িত। নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, মেরুদন্ডহীন নির্বাচন কমিশনের লজ্জা শরম নেই। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হওয়ায় জনগন ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কথা জনগণ আর বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে আমরা বক্তব্যে যা বলি, তা নিজেরাই পালন করি না।
দেশে নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার দরকার মন্তব্য করে ডাঃ ইরান বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন না হওয়ায় দেশে নির্বাচন ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। আমলা কামলা পুজিঁপতিরা রাজনীতিকে ধ্বংস করছে। অর্থ অস্ত্র ও কালোটাকার মালিকরা শিল্প কলকারখানা প্রতিষ্ঠা না করে রাজনীতি নামে লুটপাট দুর্নীতি করে দেশের রাজনীতিকে ধংস করছে। তাই সুস্থ্য ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্ঠির বিকল্প নাই।
তিনি আজ (শুক্রবার) সন্ধায় আইইবি মিলনায়তনে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।
কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, দুর্নীতি বিরোধী আন্দোলনের চেয়ারম্যান হারুনুর রশীদ, শিক্ষাবীদ রোকেয়া রুমী, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply