অলক্ষের প্রেম
বুকের বাম পাশটা খুব চিন চিন করছে।
না, না কোন অসুখের আগমনি বার্তা নয়
তোমাকে অনুভবের উপলব্ধি থেকেই
হৃদয়টা দুরু দুরু কাঁপছে,
নেচে উঠছে অলক্ষের উদ্দ্যম নৃত্যে।
গভীর রাতের অন্ধকারে,
হারিয়ে যাই তোমার ভালবাসার সমুদ্র তীরে।
শান্ত হিমেল হাওয়ার পরশ পেয়ে
আবেশে জড়িয়ে নেই হৃদয়ের গহীন থেকে গহীনে।
এমনটা হয়নি কখনো আগে।
নির্ঘুম রাত কাটেনি অস্থিরতায়,
দিনের আলোয় পুড়েনি মন,তোমার শূণ্যতায়।
প্রাপ্তির প্রত্যাশায় উতলা হয়নি এই তনু,মন।
ভালবাসার সংজ্ঞা ছিলোনা জানা।
তোমার আগমনীতে দোলা দিয়ে যায় দখিন হাওয়া,
সুরের ব্যঞ্জনাগুলো গুনগুন করে কানের কাছে,
হৃদয়ের তার গুলো সব ঝংকিত হয় সুখের ঝংকারে।
এরই নাম বুঝি ভালবাসা এরই নাম বুঝি প্রেম!
উপলব্ধির পরশে পরশে, প্রতিক্ষনে তাই মনে হয়
হৃদয়ের জমিনটাকে বালিশ বানিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়ার নামই ভালবাসার অলক্ষের প্রেম।
: এড. জহুরা খাতুন জুঁই
Leave a Reply