বাংলাদেশ সফরে না এসে আবুধাবিতে নিজেদের মধ্যে লড়াইয়ে মেতেছিলেন দুই ক্যারিরীয় তারকা ডোয়াইন ব্র্যাভো ও নিকোলাস পুরান।
আর এ লড়াইয়ে জয় পেলেন নিকোলাস পুরান। শনিবার রাতে আবুধাবিতে দিল্লি বুলসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টেন লিগ শিরোপা নিজের করে নিল নর্দান ওয়ারিয়র্স।
এদিন মারমার-কাটকাট ফাইনাল না হয়ে অনেকটা একপেশে ম্যাচ দেখলেন ক্রিকেটপ্রেমীরা।
টস জিতে প্রথমে ডোয়াইন ব্র্যাভোর দিল্লি বুলসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিকোলাস পুরানের দল নর্দান। দিল্লির কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি ওয়ারিয়র্স বোলারদের সামনে।
১০ ওভারের খেলায় দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটসম্যান– অলরাউন্ডার মোহাম্মদ নবি, রহমতুল্লাহ গুরবাজ ও এভিন লুইস। ১০ বল খেলে সর্বোচ্চ ২১ রান করেন আফগানিস্তানের নবি। এ ছাড়া ১৩ রান করেন রহমতুল্লাহ গুরবাজ, ১০ রান এভিন লুইস। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
নির্ধারিত ১০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দিল্লি বুলস সংগ্রহ করে মাত্র ৮১ রান।
ওয়ারিয়র্সের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন শ্রীলংকান বোলার মাহিস থিকসানা। জুনায়েদ সিদ্দিকী ও ধনঞ্জয়া লক্ষণ দুটি করে উইকেট নেন।
জবাবে ৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বলে ১২ রান করে আউট হয়ে যান নিকোলাস পুরান। তবে হাল করে ব্যাট চালিয়ে যান ওয়াসিম মুহাম্মদ। ২২ বলে ২৭ রান করে দলীয় ৬২ রানের মাথায় আউট হন।
ওয়াসিম মুহাম্মদ আউট হয়ে গেলেও বাকি কাজ অনায়াসে সেরে আসেন লেন্ডল সিমন্স এবং রোভম্যান পাওয়েল। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ওয়ারিয়র্স। এর আগে ২০১৮ সালে টি-টেন লিগ শিরোপার স্বাদ নেয় ফ্রাঞ্চাইজিটি।
সূত্র: ক্রিকইনফো।
Leave a Reply