গাজিপুর সংবাদদাতা :
গাজিপুর জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আজ (শুক্রবার) বেলা ১১ টায় জামালপুর ইউনিয়নে অসহায় দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন কালীগঞ্জের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা।
প্রধান অতিথির বক্তব্যে এলবার্ট পি. কস্তা বলেন, আমরা মানবতার কল্যানে রাজনীতি করি। বিএনপি সবসময় অসহায় মানুষের কল্যানে কাজ করে আসছে। দেশের দুস্থ্য ছিন্নমুল মানুষের জন্য সরকারের সহযোগীতা চোখে পড়ছে না। দেশে আজ বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকলে অসহায় মানুষের কষ্ট হতো না। আমরা কালীগঞ্জের সর্বস্তরের জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধের শক্তি ঐক্যবদ্ধ। দেশে গনতন্ত্র, ভোটাধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করতে প্রস্তত আছি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলুর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নজরুল ইসলাম, জাহাঙ্গীর কবীর, রিপন খান, মোবারক হোসেন শাওন-সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply